UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা শুরু

ঊষার আলো
মার্চ ১৯, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা শুরু হয়েছে। এটি দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভা।এ সভায় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

রোববার (১৯ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে এ সভা শুরু হয়। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ সব স্টেক হোল্ডাররা উপস্থিত আছেন।সভা শেষে প্রেস ব্রিফিংও করবেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে গত ৪ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৫ম সভা অনুষ্ঠিত হয়।দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার জন্য এদিন ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছিলেন, আমরা সব সময় লক্ষ্য করছি রমজানের প্রথম সাত দিনেই বেশি ক্রাইসিস। রমজান মাসের আগেই সব কিনে নিতে হবে? সেখানে তো সমস্যা হবেই। আমরা চেষ্টা করছি, যাতে করে এবার রোজার মাসে সেই সমস্যাটা না হয়।

ঊষার আলো-এসএ