ঊষার আলো রিপোর্ট : রাজধানীর মুগদায় সিএনজি পাম্পে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা গেছেন।মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে মুগদার একটি পাম্পে একটি ট্রাক থামিয়ে গ্যাস নিচ্ছিলো। এসময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে। এতে ট্রাকচালকের সহকারী সাদ্দাম হোসেন (২৪) মারা যান। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঊষার আলো-এসএ