বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী যোগদান করেছেন। তিনি মঙ্গলবার (২৮ মার্চ) যোগদান করেছেন। এর আগে তিনি চট্রগ্রাম সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীকে যোগদানের পর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় নবাগত ইউএনও মারুফা বেগম উপস্থিত বিভিন্ন কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।
এছাড়া নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ হেমায়েত উদ্দিনসহ অন্যান্যরা।