বাগেরহাট প্রতিনিধি : যুব সমাজ ধবংসকারী মাদক দ্রব্য সেবন ও বিক্রয়ের নিরাপদ জেলা হিসাবে আলোচতি বাগেরহাটে আবারও খুলনা র্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এদের নিকট থেকে ৩ হাজার ৪১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুই মাদক বিক্রেতা হলো, খুলনা জেলার রুপসা উপজেলার মোঃ শহিদুল ইসলাম শেখ (৫৩) ও ফেনী জেলার দাঁগনভুয়া উপজেলার মোঃ মোস্তফা তারেক ওরফে বাবু (২৫)।
গোঁপন খবরের ভিত্তিতে শনিবার (১ এপ্রিল) সকালে ফকিরহাট উপজেলা সদরের পাগলা শ্যামনগর এলাকায় তৈয়বআলীর বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতদের ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে র্যাবের এসআই আব্দুল মোমিন বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
খুলনা র্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া ) তারেক আনাম বান্না শনিবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার সারোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।