UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে: এরদোগান

ঊষার আলো
এপ্রিল ৮, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

শুক্রবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন সামরিক দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

নতুন করে ফিলিস্তিনের ওপর ইসরাইলি হামলা ঠেকাতে ‘উপযুক্ত চিন্তা’ করার ওপর গুরুত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট। এতে উভয় পক্ষ উদ্ভূত পরিস্থিতি নিরসনে এগিয়ে আসবে।

প্রসঙ্গত, মঙ্গলবার আল আকসা মসজিদে ইসলাইলের সামরিক কমকর্তারর জোর করে প্রবেশ করে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের পর চারশ’র বেশি  মুসল্লিকে গ্রেফতার করে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে বুধবার ইসরাইল পুলিশের দাবি, মাস্ক পরিহিত অবস্থায় কয়েক ডজন যুবক ইসরাইলি সৈন্যদের জিম্মি করে মারাত্নক পরিস্থিতি তৈরি করে  এবং উস্কানিমূলক শ্লোগান দিয়ে ইসরাইলি সৈন্যদের ওপর হামলা শুরু করে।