পলাশ কর্মকার, কপিলমুনি(খুলনা)ঃ কপিলমুনিতে দাহ্য পদার্থের বিক্রয় বিপদজনক জায়গায় চলে যাচ্ছে। মোদি দোকানে এখন পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে, অবাধে বিক্রি হচ্ছে চায়ের দোকানেও। মোদি ও চায়ের দোকানে স্পর্শকাতর এসব পদার্থের মজুদ ও ক্রয় বিক্রয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। ফলে হরহামেশায় বিক্রি হচ্ছে পেট্রোল -ডিজেল। আর এ কারণে যেকোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে আশংকা প্রকাশ করেছেন।
সরেজমিনে দেখা যায়, কপিলমুনি-পাইকগাছা মেইন সড়কের কাশিমনগর থেকে মামুদকাটি বাজার মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্থার দুধারে প্রায় অর্ধশতাধিক চা ও মোদি দোকানে পেট্রোল-ডিজেল বিক্রি হচ্ছে। কোমল পানীয়র বিভিন্ন রকমের বোতলে ভরে এসব দোকানে টেবিলের উপর থরে থরে সাজিয়ে রাখা হয়েছে পেট্রোল-ডিজেল। অনুমোদন হীন এসবের মজুদ ও বিক্রয়ের কারণ জানতে চাইলে কোন চা ও মোদিদোকানি এর সদোত্তর দিতে পারেননি।
জানা যায়, পেট্রোল, অকটেন ও ডিজেলসহ নানা দাহ্য পদার্থ বিক্রির ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু এরা অনুমোদনের তোয়াক্কা না করে এসব দাহ্যপদার্থ মজুদ ও বিক্রি করেই চলেছে।
মোটর বাইক চালক আমির আলী জানান, যেখানে সেখানে পেট্রোল-ডিজেল বিক্রি হচ্ছে এটা খুবই বিপদজনক। মাহেন্দ্র চালক আব্দুল কাদের জানান, মোদি ও চায়ের দোকানে দাহ্যপদার্থ বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর হওয়া দরকার।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম এর সত্যতা স্বীকার করে বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে দুটি চায়ের দোকানে পেট্রোল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।