UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় প্রভাষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঊষার আলো
মে ২৩, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় এক প্রভাষকের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগে  সংবাদ সম্মেলন করেছেন উপজেলার হাড়িয়ারডাঙ্গা গ্রামের মৃত আফছার সরদারের ছেলে আমানউল্লাহ সরদার খোকন। তিনি মঙ্গলবার (২৩ মে) সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে বলেন, কালুয়া গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে প্রভাষক আবুল কাশেম সু-কৌশলে দলিল সৃষ্টি করে চৌহদী কৃত সম্পত্তিতে না গিয়ে আমার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করেছে।

নালিশী সম্পত্তিতে সে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করেছে। এছাড়া সে তার চাকুরিরত ছেলে-মেয়ের প্রভাব খাটিয়ে দুদুকে অভিযোগ করে এলাকার সাবেক মেম্বর ফজলুল করিম সহ বিভিন্ন মানুষকে অহেতুক হয়রানি করে আসছে।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্যোগ সহনীয় ঘর বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ ব্যাপারে আবুল কাশেমের মেয়ে আবিদা জানান, আমরা আমাদের নিজেদের জমিতেই অবস্থান করছি। দুর্যোগ সহনীয় ঘরের বিষয়টি সঠিক নয়। মাননীয় এমপি মহোদয় নিজস্ব অর্থায়নে ঘরটি নির্মাণ করে দিয়েছেন। প্রতিপক্ষরা একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে আসছে বলে শিক্ষার্থী আবিদা জানান।