UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আকাশপথে করোনা বিধিনিষেধ বাতিল

usharalodesk
মে ২৮, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধিনিষেধ বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতদিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারও টিকা দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশে আসতে হতো।

বিধিনিষেধ বাতিলের ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না। ২৫ মে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বেবিচক।

তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে। এদিকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষার কিংবা টিকা গ্রহণের বাধ্যবাধকতা নেই। যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

ঊষার আলো-এসএ