UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগকে ‘অসত্য’ দাবি করে রাবি ভিসির হস্তক্ষেপ চাইলেন ড. এনামুল

ঊষার আলো
মে ২৯, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নিজের বিরুদ্ধে ওঠা সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগের বিষয়টিকে ‘অতিরঞ্জিত’ ও ‘অসত্য’ দাবি করে এবার ভিসি বরাবর লিখিত আবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক। সেখানে নিজের নিরাপত্তহীনতার কথা উল্লেখ করে সুবিবেচনাপ্রসূত হস্তক্ষেপও কামনা করেন তিনি।

সেখানে ড. এনামুল হক বলেন, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া ও বিভাগের শিক্ষক অধ্যাপক নাজমা আফরোজ আমার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। বিষয়টি অতিরঞ্জিত ও অসত্য। যদিও একাডেমিক কমিটির সভাশেষে অধ্যাপক নাজমা আফরোজের সঙ্গে অপ্রীতিকর তর্ক হয়েছিল, যার সূত্রপাত করেছিলেন ড. নাজমা আফরোজ নিজেই।

তর্কের একপর্যায়ে নিয়ন্ত্রণহীন, আবেগীয় অবস্থায় আমি একটি শ্রুতিকটু শব্দ উচ্চারণ করে ফেলি, যেটি কখনই যৌন হয়রানিমূলক নয়। ওই ক্ষুদ্র ঘটনা কেন্দ্র করে বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া ও নাজমা আফরোজ শুধু আমার বিরুদ্ধেই অবমাননাকর তৎপরতায় লিপ্ত নয়, বরং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। আমি মনে করি ওই ছোট একটি অপ্রীতিকর ঘটনা বিভাগেই সমাধানযোগ্য।’

নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়া ও অধ্যাপক নাজমা আফরোজের নানাবিধ তৎপরতা এবং বিভাগে বহিরাগত ব্যক্তিদের আনাগোনার

কারণে আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতা বোধ করছি। ফলে বিভাগের পঠন-পাঠনের স্বার্থে সামগ্রিক বিষয়টিতে আপনার (ভিসি) সুবিবেচনাপ্রসূত হস্তক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে রাবির প্রোভিসি অধ্যাপক হুমায়ুন কবীর যুগান্তরকে বলেন, ড. এনামুল হকের লিখিত অভিযোগ পেয়েছি। তবে রাবির ভর্তি পরীক্ষার ফলে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। ভর্তি পরীক্ষা শেষ হলে উভয়পক্ষের সঙ্গে বসে এ সিদ্ধান্ত নেব।

ঊষার আলো-এসএ