UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

ঊষার আলো
মে ৩০, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সালিশ বৈঠক থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত আওয়ামী লীগ নেতা দুলাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম।

গত বৃহস্পতিবার রাত ওই ইউনিয়নের বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়িতে একটি সালিশে অংশ নিয়েছিলেন দুলাল। সেখান থেকে রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

এতে পিঠের বাম পাশে এবং ডান হাতে গুলিবিদ্ধ হন দুলাল। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে তার দুই সহযোগী হাসান ও শহীদ আহত হন।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা তার মৃত্যু হয়।

সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, দুলাল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার তার মা নুরুন্নেছা বাদী হয়ে অজ্ঞাত চার জনকে আসামি করে থানায় মামলা করেন।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ঊষার আলো-এসএ