পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকার ৩’শ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আমন বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রিপন কুমার মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু,ইউপি সদস্য সুকুমার কবিরাজ,পলাশ কান্তি রায়,কিংশুক রায়,পবিত্র সরদার আওয়ামীলীগ নেতা শেখ মোহাম্মদ আলী যুবলীগ নেতা প্রতুল সরদার,দীলিপ মন্ডল,আলমগীর মোড়ল,বিভুতি সরকার ।