UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মণিরামপুরে বোরোর ধান চাল সংগ্রহের উদ্বোধন

usharalodesk
মে ৬, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মণিরামপুরে চলতি মৌসুমে বোরোর ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে সংগ্রহ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ ও গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম শিকদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। সেলিম শিকদার বলেন, বোরোর ধান চাল সংগ্রহ নিয়ে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সংক্রান্ত আলোচনা হয় ইউপি চেয়ারম্যানদের সাথে। সভা শেষে চালুয়াহাটি ইউনিয়নের কৃষক নিজাম উদ্দিনের তিন মেট্রিকটন ধান ক্রয় করে সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়। একই সাথে রিজিয়া রাইসমিলের পাঠানো পাঁচ বস্তা চালের মাধ্যমে চাল সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে মণিরামপুরের নিবন্ধিত ৫২ হাজার ৬৫৭ জন কৃষকের কাছ থেকে ১০৮০ টাকা মণ দরে সাড়ে তিন হাজার টন ধান ও ৪৬ জন মিলারের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে এক হাজার টন চাল সংগ্রহ করা হবে বলে জানান খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম শিকদার। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ কাজ।

(ঊষার আলো-এমএনএস)