UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৩ দাবি নিয়ে উপাচার্য কার্যালয়ে শিক্ষার্থীরা

usharalodesk
আগস্ট ৭, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে সব লেকের চলমান ভরাট কার্যক্রম বন্ধ করাসহ ১৩ দাবি নিয়ে উপাচার্য কার্যালয়ে অবস্থান নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা উল্লেখ করে একটি স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। স্মারকলিপিতে শিক্ষার্থীরা সব অনুষদের প্রতি সেমিস্টারে জিপিএ৩-এর নিচে প্রাপ্ত সব কোর্সের জন্য ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু, প্রতি সেমিস্টারে তিনটি কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারে ভর্তির ব্যবস্থা, সব হলে ও ক্লাসরুমে সুপেয় পানির ব্যবস্থাসহ ১৩ দফা দাবি জানান তারা।

ঊষার আলো-এসএ