UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি উপাচার্যকে বাসভবনের সামনে আটকে রাখেন ছাত্রীরা

usharalodesk
আগস্ট ১৫, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে তার বাসভবনে ঢুকতে বাধা দেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের একদল ছাত্রী।

এর আগে সোমবার দুপুর ১টা থেকে আবাসন সংকট নিরসনের তিন দফা দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান নেন তারা।এরপর রাত ১০টার একটু আগে উপাচার্য তার গাড়িসহ বাসভবনে ঢুকতে চাইলে তাকে আটকে রাখেন ছাত্রীরা। পরে সাড়ে ১০টার পর ছাত্রীদের সঙ্গে কথা বলেন উপাচার্য। তার আশ্বাসে হলে ফিরে গেছেন আন্দোলনকারী ছাত্রীরা।

ছাত্রীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আমরা আজ থেকেই তোমাদের দাবি বাস্তবায়ন শুরু করে দিয়েছি। এখন হলে চলে যাও।

প্রসঙ্গত, রোববার উপাচার্য মো. আখতারুজ্জামানকে শতাধিক ছাত্রীর স্বাক্ষর-সংবলিত স্মারকলিপি দেন। বিকালে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন।

সংবাদ সম্মেলনে ছাত্রীরা বলেন, তাদের দাবির বিষয়ে উপাচার্য ইতিবাচক সাড়া দেননি। এ বিষয়ে ইতিবাচক সাড়া না পেয়ে সোমবার তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।

হলের ছাত্রীদের দাবিগুলো হলো- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে অন্তত ৩০০ জন শিক্ষার্থীকে অন্য হলে এক মাসের মধ্যে স্থানান্তরের মাধ্যমে বৈধ আসন নিশ্চিত করা, পরবর্তীতে হলের আসন সংখ্যার সঙ্গে সমন্বয় রেখে নতুন শিক্ষার্থী অ্যালটমেন্ট দেওয়া এবং হলের সার্বিক সংকট বিবেচনায় মূল ভবনের প্রতি কক্ষে ৬ জনের বেশি শিক্ষার্থী বরাদ্দ দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট না করা।

ঊষার আলো-এসএ