UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের ফকিরহাটে খুলনা ব্ল্যাড ও ফুড গ্রুপের সহায়তা

ঊষার আলো
মে ৭, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ফকিরহাটে খুলনা ব্ল্যাড গ্রুপ ও ফুড গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও করোনা মহামারীতে কর্মহীন ও অসহায় মানুষকে ইফতার সামগ্রী ও ঈদ পোষাক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৬ মে) বিকাল ৫টায় উপজেলার বেতাগা গার্লস স্কুলে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সর মিষ্টার দাশ’র সঞ্চালনায় এবং বেতাগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মলেন্দু দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল রঞ্জন দেবনাথ, আব্দুল্লাহ হেল তকী, সংগঠনের অর্থ সম্পাদক আন্নি রহমান, প্রচার সম্পাদক সাকিবুল্লাহ, শরিফুল ইসলাম, শ্রাবণি, কাজী খলিল, সাদিক, সালমা খাতুন, জান্নাতুল ফারিয়া, তানজিনা আফরিন, মোঃ হুসাইন শেখ প্রমুখ।
এ সময় ৫০ জনকে খাদ্য সহায়তা, ২৫ জনকে বস্ত্র প্রদান করা হয়।

(ঊষার আলো-এমএনএস)