UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে প্রাণ হারালেন মেডিকেল ছাত্রী

ঊষার আলো
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : এবার ডেঙ্গুতে এক মেডিকেল ছাত্রী প্রাণ হারিয়েছেন। তার নাম দীপান্বিতা বিশ্বাস। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

শোক বার্তায় বলা হয়, এমবিবিএস ৫১তম ব্যাচের মেধাবী ছাত্রী দীপান্বিতা বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে এই প্রতিষ্ঠানের সব শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনায় আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এক শোক সভার আয়োজন করা হয়েছে।

দীপান্বিতা বিশ্বাসের গ্রামের বাড়ি খুলনায় বলে জানা গেছে।

ঊষার আলো-এসএ