UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনে এত হিংসার চাষ করে তারা জীবনেই বা কী অর্জন করবে: মাশরাফি

ঊষার আলো
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তারকা এই ক্রিকেটারকে ছাড়াই এদিন হেসেখেলে শ্রীলংকাকে হারায় বাংলাদেশ। সাকিবের ইনজুরির পর থেকেই তারকা এই ক্রিকেটারকে নিয়ে চলছে তীব্র সমালোচনা, যা নজর এড়ায়নি সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।

সাকিবকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাশরাফি। বিস্মিত হয়ে টাইগারদের সাবেক এই অধিনায়ক লেখেন— এ কোন প্রজন্মকে দেখছি আমরা।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর নিজের ব্যক্তিগত আইডিতে স্ট্যাটাস দেন মাশরাফি। সেখানে তিনি লেখেন— ‘সাকিবের ইনজুরি ছিল, তাই খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি তা হলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন— তার যেহেতু ইনজুরি, তা হলে দল থেকে বের করে দেওয়া উচিত।’

ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি আরও লেখেন, ‘এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা। এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন    করবে।’

বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলকে সমর্থন দিতে আহ্বান জানান মাশরাফি। তিনি লেখেন, ‘এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’

ঊষার আলো-এসএ