UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে এলজিইডির প্রকৌশলীর অপসারণ চান ঠিকাদাররা

ঊষার আলো
অক্টোবর ১, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘুসের অভিযোগ তুলে এলজিইডি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে ঠিকাদাররা। শনিবার দুপুরে নগরীর বান্দ রোডে এলজিইডি ভবনের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়।

এ সময় বক্তব্য দেন- ঠিকাদার হাসনাইন চৌধুরী, হাফিজুর রহমান, পটুয়াখালীর হ্যানরি গাজী, শাকিল আহমেদ। ঠিকাদাররা বলেন, নির্বাহী প্রকৌশলী মিজানের ঘুস বাণিজ্য, নিপীড়ন ও হয়রানির কারণে আমরা দিশেহারা হয়ে পরেছি। প্রতিটি বিদ্যালয় নির্মাণ শেষে ফাইনাল বিলের প্রত্যয়নের জন্য তাকে সোয়া লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। এ কারণে বিদ্যালয়গুলো নির্মাণ শেষে হস্তান্তর করতে সময় ক্ষেপণ হওয়ায় পাঠদান ব্যাহত হয়। এছাড়া আমাদের মতো সাধারণ ঠিকাদাররা মারাত্মক লোকসানের সম্মুখীন হচ্ছি। তাই মিজানুর রহমানকে তাৎক্ষণিক অপসারণ দাবি করছি।

অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, অনৈতিক সুবিধা দিতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

ঊষার আলো-এসএ