UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলোর পথের ঈদ সামগ্রী পেল তিনশ’ পরিবার

ঊষার আলো
মে ৮, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মণিরামপুরে ‘আলোর পথে’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। শনিবার (৮ মে) সকাল ১০টায় উপজেলার খেদাপাড়া বাজারে সংস্থাটির প্রধাণ কার্যালয়ে এই সামগ্রী বিতরণ করা হয়। রোহিতা, খেদাপাড়া, হরিহরনগর ও ঝাঁপা চার ইউনিয়নের তিনশ’ পরিবার আলোর পথের পক্ষ থেকে এক কেজি সিমাই, আলু এক কেজি, আধা কেজি পিঁয়াজ, ২৫০ গ্রাম চিনি ও একটি সাবান পেয়েছেন। সংগঠনটির সহ-সভাপতি সাগর আল মামুন বলেন, ২০১৬ সালে সম্পূর্ণ সেবামূলক কাজের উদ্দেশ্যে ‘আলোর পথে’ নামে স্বেচ্ছাসেবি সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতি বছর ঈদ বা শীতে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটি। এবারের ঈদে সংগঠনের সাড়ে তিনশ’ সদস্য নিজেদের পকেটের ৪০ হাজার টাকা ব্যয়ে তিনশ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)