UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত বছর পর কমিটি পেল রাবি ছাত্রলীগ

usharalodesk
অক্টোবর ২২, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : দীর্ঘ সাত বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে বিগত কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন- মো. মেজবাহুল ইসলাম, শাহিনুল ইসলাম সরকার ডন, জাকিরুল ইসলাম জ্যাক, মো. মঈনউদ্দিন রাহাত, মো. মেহেদী হাসান মিশু, মেহেদী হাসান তায়েব, মো. মামুন শেখ, মো. নূর সালাম, আলতাফ সায়েম জেমস, আশিকুর রহমান আশিক, তাওহীদুল ইসলাম দুর্জয়, আল আমিন মো. তানভীর, মোসা. তামান্না আক্তার তন্বী, আবুল বাশার আহম্মেদ, জান্নাতুল নাঈমা আকন্দ জানা, সামিউল আলম সোহাগ, মো. মোমিন ইসলাম, শাখাওয়াত হোসেন শাকিল, মো. জুয়েল হোসেন, মনু চন্দ্র মোহন দেব বর্মন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছেন ভাস্কর সাহা, মো. নাঈম আলী, নিয়াজ মোর্শেদ, মো. আশিকুর রহমান অপু, আব্দুল্লাহ আল মামুন স্বদেশ, তাজরিন আহমেদ মেধা, সাদেকুল ইসলাম সাদিক, মো. শামীম হোসেন।

সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মো. কাব্বিরুজ্জামান রুহুল, আল মুক্তাদির তরঙ্গ, প্রিয়াংকা সেন মৌ, ইমরান হোসেন, বুলবুল জোয়ার্দার, মো. জুবায়ের হাসান, নাশরাত আর্শিয়ানা ঐশী, জাহিদ হাসান সোহাগ, মো. কাইয়ূম মিয়া।

এর আগে গত সেপ্টেম্বর রাবি শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাবি শাখা ছাত্রলীগের সর্বশেষ ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৮ ডিসেম্বর। এর  তিনদিন পর ১১ ডিসেম্বর কমিটি পেয়েছিল রাবি ছাত্রলীগ।

ঊষার আলো-এসএ