UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলতলায় মানবিক শিক্ষক আসলাম হোসেন

koushikkln
মে ৯, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি : ফুলতলার ঐতিহ্যবাহি খানজাহানপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আসলাম হোসেন (৫৩) গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং অসহায় ও আর্থ পীড়িতদের পাশে দাড়ানোই তার নেশা। তবে বুকভরা সাধ থাকলেও সাধ্য যে তার নাই। তাই বলে তার জনহিতকর কর্মকান্ড থেমে থাকেননি। আজিজ ট্রাস্টের মাধ্যমে গত বছর তিনি অন্ততঃ ২০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শ্ক্ষিাবৃত্তি এবং অসুস্থ্যদের জন্য চিকিৎসার সহায়তার ব্যবস্থা করেন। গত ২০২০ সালের শুরুতেই করোনার প্রথম ধাপে লকডাউনে পড়ে স্বল্প আয়ের কর্মহীন অসহায় প্রায় আড়াই শত পরিবারের জন্য এবং এ বছর করোনার দ্বিতীয় ধাপের লকডাউনে আরও দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেছেন।
জনকল্যাণে তার নিস্বার্থ এ উদ্যোগের জন্য এলাকার বিশিষ্ট শিল্পপতি কাজী খেলাফত হোসেন বাচ্চু, বিএমএর সাবেক মহাসচিব প্রফেসর ডাঃ কাজী শহিদুল আলম, বেলজিয়াম প্রবাসি কাজী শারাফাত হোসেন এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা লে. কর্নেল কাজী সেলিম উদ্দিন আর্থিক সহায়তা প্রদান করেন। আর্ত মানবতার সেবায় মাষ্টার আসলাম হোসেন আমৃত্য তিনি অসহায় দুস্থদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।