UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ৮কেজি গাঁজাসহ গ্রেফতার: ২

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বাঘারপাড়ায় নসিমনে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশান ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাঘারপাড়া থানাধীন দাদপুর বাজারে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন র‌্যাব-৬ এর একটি টিম। এসময় সন্দেহভাজন একটি নসিমনকে আটক করা হয়। তল্লাশী চালিয়ে নসিমনের সিটের নিচে পৃথক বাক্স থেকে ৮কেজি গাঁজা পাওয়া যায়। এঘটনায় নসিমনটিকে আটক করা হয় এবং জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ বেনাপোল রঘুনাথপুর এলাকার মোঃ আনসার আলীর পুত্র মোঃ খোরশেদ আলম ও একই এলাকার মৃত তাহের আলী মল্লিকের পুত্র রফিকুল মল্লিক (৪৫)।
এঘটনায় বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।