UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা দলকে ১-৪ গোলে হারাল সান স্পোর্টি ক্লাব

ঊষার আলো রিপোর্ট
ডিসেম্বর ১১, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ এবং জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজনে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে ফুটবল প্রতিযোগিতায় জয় পেয়েছে খুলনা জেলার কয়েকটি থানা নিয়ে গঠিত সান স্পোর্টিং ক্লাব।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় রূপসা নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং সাইফ পাওয়ার এর স্বত্বাধিকারী তরফদার রুহুল আমিন এর সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সান স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে খুলনা জেলা ফুটবল দলকে পরাজত করে। খেলা শুরুর প্রথম মিনিটেই জেলা দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ আচমকা গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এ গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জেলা দল। পরের মিনিটেই সান স্পোর্টিং ক্লাবের ১০নং জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় চুকা গোল করে খেলায় সমতা আনেন। গোল পরিশোধ করে জয়ের আশায় একের পর এক আক্রমণ করতে থাকে সান স্পোর্টিং। খেলার ২৫ মিনিটে সান স্পোর্টিং এর ৬নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। বিরতির পর গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হয় জেলা দল। উণ্টো আরও দু’গোল হজম করতে হয়েছে তাদের। সান স্পোর্টিং এর ৫নং জার্সি পরিহিত খেলোয়াড় অশোক দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। শেষ গোলটি করেন নাইজেরিয়ান খেলোয়াড় চুকা। গোলের ব্যবধান কমাতে জেলা দল আক্রমণ করেও স্ট্রাইকারের মিসের কারণে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

খেলায় রেফারি ছিলেন আব্দুর রহমান ঢালী, আলী আকবর ও মো. জসিম উদ্দিন। খেলায় মনোমুগ্ধকর ধারাভাষ্য প্রধান করেন অ্যাডভোকেট প্রজেশ রায়।

এর আগে স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। সান স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম টুটুল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজী ও খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোশাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনিবাহী সদস্য মো. মনিরুজ্জামান মহসীন, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ, এসবিআলী ফুটবল অ্যাকাডেমির সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন নাসিম, তারেক আহমেদ টিপু, ইরান, প্রশান্তসহ এলাকার বিপুল পরিমাণ দর্শকবৃন্দ।