খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মরহুম মালিক ছরোয়ার উদ্দিনের ৩য় মৃত্যুবার্ষিকী ও সাবেক যুগ্ম-আহবায়ক মরহুম শেখ মোঃ আব্দুল্লাহ এবং মরহুম শেখ মোঃ ফেরদাউসের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান করেছে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার (১৩ ডিসেম্বর) আসর বাদ খুলনা দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক সুরজিৎ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রুবেল, এস এম আঃ রব, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, মোঃ উজ্জ্বল হাওলাদার, মোঃ হুমায়ুন কবির, আনিচুল হক, মিজানুর রহমান মিজান, রাজিব দাশ টাল্টু, ইদ্রিস আলী, খান ফরাদুজ্জামান সুমন, এম এম ইমরান হোসেন, মোঃ হুসাইন কবির সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম তানভীর রহমান অপু, আলমগীর হোসেন, রাজু, সাগর, হান্নান, রাশেদ, জাহিদ, রবিউল ইসলাম শাওন, সুমন শেখ প্রমুখ।
স্মরণ সভা শেষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মরহুম মালিক ছরোয়ার উদ্দিন ও সাবেক যুগ্ম-আহবায়ক মরহুম শেখ মোঃ আব্দুল্লাহ এবং মরহুম শেখ মোঃ ফেরদাউসের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ রফিকুল ইসলাম