ঊষার আলো ডেস্ক : ভারতে করোনা মহামারি ভয়াবহ রূপ নেওয়ায় আমেরিকানদের দেশটি সফর করতে বারণ করা হয়েছিল।
তবে এবার ভারতে বসবাসকারী মার্কিন নাগরিকদেরও দেশটি দ্রুত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়ার ও দি ইউনাইটেড এয়ারলাইনস এখনও বেশ কিছু বিমান সরাসরি চলাচল করছে এ দু’দেশের মধ্যে।
এখনও ভারতে রয়ে যাওয়া সে দেশের সকল নাগরিকদের কাছে আমেরিকার প্রশাসনের আর্জি, এ সকল পরিসেবাগুলোর সাহায্যে যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসুন।
কিন্তু শর্ত হলো যে, ভারত থেকে ফেরার বিমানে ওঠার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে যাত্রীদের এবং তা ৩ দিনের বেশি পুরনো হওয়া চলবে না। সাথে যদি কেউ ইতোমধ্যে কোভিড আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেই সংক্রান্ত তথ্যের পাশাপাশি বর্তমানে তিনি যে সুস্থ তার প্রমাণ হিসেবে কোনও স্বাস্থ্য কর্মকর্তার দেওয়া অনুমতিপত্র সাথে রাখতে হবে। পরে সকল যাত্রীকেই আমেরিকায় ফিরেও পালন করতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।
অন্যদিকে ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশজুড়ে তা ভয়াবহ আকার নিয়েছে। টানা ৪ দিন ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড তৈরি হচ্ছে দেশটিতে। ফলে দ্রুত ভারত থেকে নাগরিকদের দ্রুত দেশে ফেরার তাগিদ দিল যুক্তরাষ্ট্র।
(ঊষার আলো-এফএসপি)