UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বার্সার বিপক্ষে ফিরছেন নেইমার

usharalodesk
মার্চ ৯, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নেইমারকে ছাড়াই বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে তাদেরই একেবারে উড়িয়ে দিয়েছিল পিএসজি। ওই ম্যাচে ৪-১ গোলে জয় পায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। কিন্তু এবার সম্ভাবনা জেগেছে দ্বিতীয় লেগে নেইমারের ফেরার।

১১ মার্চ দ্বিতীয় লেগে পার্ক দেস প্রিন্সেসে বার্সাকে আতিথেয়তা জানাবে পিএসজি। আর এ ম্যাচের আগেই ইনজুরি হতে ফিরে দলের সঙ্গে অনুশীলনে নেমেছেন ব্রাজিল তারকা নেইমার। তার আগে গত ১০ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপে সেনের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান নেইমার। এবং ফ্রেঞ্চ কাপেই ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলে পিএসজির জয়ের পর ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নেমে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পেরা। ওখানেই অনুশীলনে দেখা যায় নেইমারকে। শুধু মাত্র নেইমারই নয় চোট হতে ফিরেছেন পিএসজির ইতালিয়ান রাইটব্যাক আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জিও।

(ঊষার আলো-এফএসপি)