UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার ঝুঁকিতে দেশের সবচেয়ে বড় পশুর হাট

usharalodesk
মে ১০, ২০২১ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : করোনার এ মহামারীর সময় স্বাস্থ্যবিধির কোন বালাই নেই দেশের সবচেয়ে বড় পশুর হাট যশোরের শার্শার সাতমাইল। প্রতি হাটে হাজার-হাজার গরু বেচাকেনা হয়ে থাকে। একে অপরের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি দিন-দিন বাড়লেও নজরদারী নেই প্রশাসনের।
শনিবার ও রবিবার সাতমাইল পশুর হাটে গিয়ে দেখা যায়, গরু ব্যবসায়ী আর ক্রেতাদের এমন উপস্থিতি যে তিল ধরণের ঠাঁই নেই। একজন আরেকজনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, কেউ দরদাম করছে আবার কেউ পশু কিনে ট্রাকে তুলছে। অধিকাংশ লোকেরই মুখে নেই মাক্স। সামাজিক দূরত্ব নির্দেশনার তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে পশু কেনাবেচা চলছে। বাগআঁচড়ার বাজার কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন।
বাগআঁচড়া সাধারণ হার্ট এবং সাতমাইল পশুর হাটে ব্যাপক লোক সমাগম হচ্ছে কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। পশুর হাট ও বাজার এলাকায় কেউ মাক্স ও ব্যবহার করছে না হাট কর্তৃপক্ষ জীবানু নাশক স্প্রে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেনা ক্রেতা-বিক্রেতা দের কে। বিভিন্ন জায়গা থেকে পশুর হাটে লোক আসছে তাদের কারণে এলাকাবাসী আতঙ্কে রয়েছে এই এলাকায় ইতিমধ্যে নতুন করে ৫ থেকে ৭ জন করনা আক্রান্ত হয়েছেন। ভারত থেকে চোরাই পথে গরু ও আসছে হাটে। যত দ্রুত সম্ভব পশুরহাটে থাকা মানুষ যেন বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানে তার ব্যবস্থা নেয়া দরকার। কিন্তু এখনো ও পর্যন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না।
গরুর হাটের ইজারদার খতিব ধাবক জানান স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হাটে দেয়া হচ্ছে। কিন্তুু কেউ তা ব্যবহার করছে না। আর ঈদের কারনে একটু ভিড় বেশি হচ্ছে। তবে সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে তার জন্য জোর পদক্ষেপ নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা এ প্রতিবেদককে জানান, ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন এর কার্যক্রম নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট চালাতে ইজারদারকে বলা হয়েছে। কিন্তু তারা যদি সরকারি নির্দেশনা না মানে তবে তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঊষার আলো-এমএনএস)