UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বিশেষ অভিযানে ৬ টি সিআর মামলার পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

 ২৩ জানুয়ারি  খুলনা থানা পুলিশের একটি  টিম  ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ টি সিআর মামলার পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দ আলী ইমরান(৩০), পিতা-সৈয়দ সেলিম আক্তার, সাং-২৪ নং দক্ষিণ টুটপাড়া ওয়েস্ট সার্কুলার রোড, থানা-খুলনা, খুলনা মহানগরীকে গ্রেফতার করেছে।

 

বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে আসামী জামিন প্রাপ্ত হয়ে পলায়ন করে। বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী সৈয়দ আলী ইমরানকে সাজা প্রদান করে রায় ঘোষণা করে এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাজাপ্রাপ্ত পরোয়ানা ইস্যু হওয়ার পর হতে সে অদ্যবধি পলাতক ছিলো।

গ্রেফতার এড়াতে সে ঢাকা ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় আত্মগোপন করেছিলো। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক মামলার বাদীদেরকে আসামী গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে।