UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে বিমানবাহিনীর উড়োজাহাজ

usharalodesk
মে ১১, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ মঙ্গলবার (১১ মে) চীনে গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন উড়োজাহাজ আজ সকালে করোনাভাইরাসের ৫ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে।

এর আগে গতকাল (১০ মে) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি ৫ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসবে।

গতকাল ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত জনান, চীনের টিকার চাহিদা অনেক দেশে রয়েছে। কাজে বাণিজ্যিকভাবে বাংলাদেশ যে পরিমাণ চায়, সেই পরিমাণ টিকা পেতে সময় লাগবে। এ ছাড়াও বাংলাদেশ শুধু এক সপ্তাহ আগে সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। রাষ্ট্রদূত আরও বলেন, ‘চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে গত ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ সেই অনুমোদনের জন্য দীর্ঘ ৩ মাস অপেক্ষা করতে হয় এবং বাণিজ্যিকভাবে টিকার জন্য বাংলাদেশকে ৩০ এপ্রিল প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ যদি আগে অনুমতি দিত তাহলে চীনের টিকা আগেই পেত।’

(ঊষার আলো-এফএসপি)