UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সহকারি কমিশনার’র (ভূমি) নামে টাকা দাবিথানায় জিডি

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

অজ্ঞাতনামা ব্যক্তির ব্যবহৃত মোবাইল নাম্বার 01530142271 থেকে ডুমুরিয়া উপজেলা এলাকার বিভিন্ন মিল ব্যবসায়ী সহ বিশিষ্ট ব্যবসায়ীদের ফোন করে সহকারী কমিশনার (ভূমি) ডুমুরিয়া, খুলনার পরিচয় দিয়ে টাকা পয়সা দাবি করে আসছে একটি চক্র।

এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) এর পক্ষে আজ মঙ্গলবার ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন মো: সাইফুল্লাহ। তিনি ডুমুরিয়া উপজেলা অফিসে নাজির কাম ক্যাশিয়ার পদে কর্মরত রয়েছেন।

সাইফুল্লাহ জানান, আজ সকালে বিশ্বস্ত সূত্রে এই টাকা পয়সা দাবি করার বিষয়টি আমরা জানতে পারি। সুনির্দিষ্ট কোনো তথ্য ও উপাত্ত না থাকায়, আমি স্যারকে বিষয়টি অবহিত করে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।