ফিলিস্তিনী সংগঠন হামাসের দাবি মেনে নিলে ইসরাইলের সাথে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হবে।
হামাসের একজন মুখপাত্র রোববার এ কথা জানিয়েছেন।বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন,
বাস্তুচ্যুত ফিলিস্তিনীদের উত্তর গাজায় ফিরে যাওয়ার সুযোগ এবং মানবিক সহায়তা বাড়ানোসহ হামাসের অন্য দাবিগুলো ইসরাইল মেনে নিলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।