UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে ভর্তিযুদ্ধ শুরু

usharalodesk
মার্চ ৫, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে কোটাসহ ১ হাজার ৫১৭টি আসনের বিপরীতে চার শিফটে মোট ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। চার শিফটের এই ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯ টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়।

এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হবে শেষ হবে দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে ২টায় এবং সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ৪টায়।এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি। এ আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে।

এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ যেকোনো অঘটন রোধে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশ, গোয়েন্দা, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আগামীকাল বুধবার কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঊষার আলো-এসএ