UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মারা গেলেন কুষ্টিয়ার বিএডিসি কর্মকর্তা

ঊষার আলো
মে ১১, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়ায় করোনায় মারা গেলেন কালিশংকরপুরের লুৎফুন নাহার রিনা (৩৫)। মঙ্গলবার (১১ মে) কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রিনা কুষ্টিয়া বিএডিসি (সার) সহকারী ব্যক্তিগত কর্মকর্তা পদে চাকুরিরত ছিলেন।
তিনি দীর্ঘ ২২ দিন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১১ মে) দুপুরে সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের আবু জাফরের মেয়ে লুৎফুন নাহার রিনা। রিনার গ্রামের বাড়ি জোড়পুকুরে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার।
উল্লেখ্য, লুৎফুন নাহার রিনার স্বামী রাসেলও করোনা ভাইরাসের আক্রমন ছিলেন। তিনি সুস্থ হলেও রিনা করোনা সাথে যুদ্ধ করে পরাজয় মেনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

(ঊষার আলো-এমএনএস)