পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে সরকার নিষিদ্ধ রঙ দিয়ে তৈরিকৃত আইসক্রিম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। এ অপরাধে এক ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কমলাপুর একটি আইসক্রিম তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ সময় নিষিদ্ধ রং এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম, উৎপাদন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর ৪২ ধারার আওতায় উৎপাদন কৃত আইসক্রিম জব্দ করে তা বিনষ্ট করেন একই সাথে এ অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী কে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় মন্ডল ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম।