UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মতিঝিলে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ঊষার আলো
মে ১২, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর মতিঝিল আরামবাগে বন্ধুর ছুরিকাঘাতে ছাপাখানার ১ কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত কর্মচারীর নাম রাসেল (২০)। তিনি আরামবাগ এলাকায় থাকেন।
১১মে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটেছে। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সহকর্মী সামন ও হৃদয় নামে ২ জনকে আটক করা হয়েছে। তাদের মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, পূর্বশত্রুতার কারণে আরামবাগ হাইস্কুলের অদূরে রাত সাড়ে ৮টার দিকে শাকিলের সঙ্গে রাসেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাসেলের পেটে ছুরিকাঘাত করে শাকিল পালিয়ে যায়।
এ ঘটনার ১০-১২ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি সৃষ্টি হয়। তার জের ধরে শাকিল রাসেলকে ছুরিকাঘাত করে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

(ঊষার আলো- এম. এইচ)