UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

usharalodesk
মে ২৫, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী সদস্য দলের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারের লজ্জার নজির গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের জন্য এখন হোয়াইটওয়াশ এড়ানোই চ্যালেঞ্জিং।

আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এই ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ হবে টাইগাররা। ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ১৫৩ রান করে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৪৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় টাইগাররা। মাত্র ৬ রানে হেরে সিরিজ হাতছাড়া করে সাকিব-সৌম্যরা।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশ: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নীতীশ কুমার, শ্যাডলি ভ্যান শালকউইক, জসদীপ সিং, আলি খান ও সৌরভ  নেত্রাভালকার।

ঊষার আলো-এসএ