ক্রীড়া ডেস্ক :যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটা যুগের সমাপ্তি হতে পারে। কারণ সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ এটি, টুর্নামেন্ট শেষেই বেজে উঠতে এই দুজনের বিদায়।
এমন এক টুর্নামেন্টের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাদের কাছে চাইলেন সেরাটাই। তবে তা শুধু পারফর্ম্যান্স দিয়ে নয়। তাদের অভিজ্ঞতাটাও ভালোভাবে দলের বাকি সবার সঙ্গে ভাগ করে নিন তারা, চান শান্ত।
সম্প্রতি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘অবশ্যই আমি চাইব তারা বিশ্বকাপে খেলুক, তাদের সেরাটা ঢেলে দিক।’
বিশ্বকাপ শেষেই তাদের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা আসবে কিনা সে বিষয়টা নিয়ে ভাবছেন না শান্ত। সেটা তিনি ছেড়ে দিচ্ছেন তাদের ওপরই।
সাকিব-রিয়াদদের কাছে শান্তর চাওয়া অন্য জায়গায়। তিনি চান তাদের বিশাল অভিজ্ঞতার সুবিধাটা পুরো দলই পাক।
তিনি বলেন, ‘তবে এটা তাদের সিদ্ধান্ত যে তারা কখন তাদের ক্যারিয়ার শেষ করবেন। কিন্তু অধিনায়ক হিসেবে আমি চাই তারা যেন তাদের অভিজ্ঞতাটা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে ভাগাভাগি করে দেন।’
ঊষার আলো-এসএ