UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক ইলিশ মাছের দাম ৬ হাজার ৭০০ টাকা

ঊষার আলো
জুন ১, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়ার ছাত্তার মেম্বার পাড়া এলাকার জেলে আরিফ হালদারের জালে একটি বড় ইলিশ মাছ ধরা পড়েছে।  যা ৬ হাজার ৭০০ টাকায় কিনে নিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় ছাত্তার মেম্বার পাড়ার জেলে আরিফ হালদার। তার কারেন্ট জালে একটা বড় ইলিশ মাছ ধরা পড়ে। ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৬ হাজার ৭০০ টাকায় কিনেন।  মাছটি তার আড়ত ঘরে রেখে বিভিন্ন পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করছেন। পদ্মা নদীর ইলিশের চাহিদা সব সময় বেশি থাকে। বর্তমানে ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। ৩০০ থেকে ৪০০ টাকা লাভ পেলেই তিনি ইলিশটি বিক্রি করে দেবেন।

গোয়ালন্দের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি বাড়ছে। পানি বাড়লে মাছের আনাগোনা বাড়ে, ধরাও পড়ে। তবে এত বড় ইলিশ খুব কম দেখা যায়।  বলে জানান।

ঊষার আলো-এসএ