UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে কৃষকের গলা কাটা লাশ

ঊষার আলো
জুন ১, ২০২৪ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চুয়াডাঙ্গায় এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় তাকে খুন করা হয়। শনিবার সকালে সদর উপজেলার ভাণ্ডারদহ গ্রামের পীরতলা মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশে খবর দেন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, কৃষক রাজাই আলী এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি। তার দুই ছেলে রানা ও ইখলাছ মালয়েশিয়া প্রবাসী। শনিবার সকালে মাঠের কৃষকরা পুলিশে খবর দিয়ে জানান- সদর উপজেলার জুগিরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পীরতলা মাঠে একজনের গলা কাটা লাশ পড়ে আছে। পরে সকাল ১০টার দিকে পুলিশ সুপার আরএফ ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ও সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী ঘটনাস্থলে পৌঁছান।

সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে কী কারণে রাজাই আলীকে (৫০) হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

ঊষার আলো-এসএ