UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে পাকিস্তানের ৩ বোলার

ঊষার আলো
মে ১৩, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ পারফরমেন্স করার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলী, শাহিন আফ্রিদি ও নুমান আলীরা। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি করে উইকেট পেয়ে আইসিসি র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি এসেছে তাদের। আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন ৩জনই। পেসার হাসান আলী এগিয়েছেন ছয় ধাপ।  তার অবস্থান বর্তমানে ১৪। রেটিং পয়েন্ট তার ৭০৭। বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি র‍্যাংকিংয়ে নয় ধাপ এগিয়ে অবস্থান করছেন ২২ নম্বরে। রেটিং পয়েন্ট শাহিনের ৬৩২। বাঁহাতি স্পিনার নুমানের আগের অবস্থান ছিল ৫৪। ৪৬তম স্থানে উঠে এসেছেন তিনি। যেটি তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। বোলারদের পাশাপাশি পাকিস্তানি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়েও উন্নতি এসেছে। ৫৬০ রেটিং পয়েন্ট নিয়ে আবিদ আলীর অবস্থান ৪০ তম। সেঞ্চুরি করার সুবাদে আজহার আলীর অবস্থান বর্তমানে ১৬ তম স্থানে। আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যান হিসেবে সবার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বোলারদের মধ্যে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

(ঊষার আলো-আরএম)