UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেরি চলাচল বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে

ঊষার আলো
মে ১৩, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে ঝড়ের কবলে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরআগে, সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘরে ফেরা মানুষের ঢল নামে।

ঘাটে নোঙর করার পর মানুষের ঢলে কোন ঠাঁই নেই ফেরিতে। স্বাস্থ্যবিধির কোনো বালাই নাই। ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কড়াকড়ি নাই। পাটুরিয়া-দৌলতদিয়া এবং চা-কাজির হাট নৌরুটে ছোট-বড় ২০ ফেরি চলাচল করছে। দ্বিগুণ বেশি ভাড়া দিয়ে ঘাটে এসে গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছেন মানুষ। এরইমধ্যে ঝড়ের কারণে বন্ধ হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। ৭ মে থেকে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল পাটুরিয়া-দৌলতদিয়া। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ যাত্রী ও গাড়ির জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলে গত ৯ মে থেকে চরম ভোগান্তি শুরু হয় যাত্রীদের।

(ঊষার আলো-আরএম)