UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেনিয়ায় ৩৯ জন নিহত সরকার বিরোধী বিক্ষোভে

ঊষার আলো ডেস্ক
জুলাই ২, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে গতমাস থেকে চলা বিক্ষোভে মোট ৩৯ জন নিহত হয়েছে।প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে নতুন দফায় বিক্ষোভ শুরু হতে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের নতুন এ সংখ্যা ঘোষণা করেছে।

এটি সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সংখ্যার দ্বিগুণ।সরকারের অর্থায়নে চলা এই সংস্থাটি এক বিবৃততিে বলেছে, আমাদের রেকর্ড থেকে পাওয়া তথ্য থেকে ইংগিত মিলছে যে বিক্ষোভকালে ৩৯ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছে।

বিবৃতিতে বিক্ষোভের সময়কাল ১৮ জুন থেকে ১ জুলাইয়ের উল্লেখ করা হয়েছে।সংস্থাটি আরো বলেছে, এ পর্যন্ত মোট ৩২টি মামলা হয়েছে এবং ৬২৭ জনকে আটক করা হয়েছে।

এদিকে রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা মঙ্গলবার থেকে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে।

রুটো  মঙ্গলবার টেলিভিশনে এক সাক্ষাতকারে রোববার বলেছেন, বিক্ষোভকালে ১৯ জন নিহত হয়েছে।