UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হরিণটানা থানা পুলিশিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় আটক

ঊষার আলো রিপোর্ট
জুলাই ৮, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

হরিণটানা থানা পুলিশিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা মো: আজগর আলী ওরফে তারা বিশ্বাসকে আটক করেছে খুলনা জেলা ডিবি  পুলিশ।

খুলনা ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যা মামলায় সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় নগরীর রায়েরমহল এলাকায় তার অফিস থেকে তাকে আটক করে নিয়ে যায় জেলা ডিবি পুলিশ।

পরবর্তীতে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার নেতৃত্বে জেলা ও মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম দুপুর ১টা থেকে তারা বিশ্বাসের অফিসে তল্লাশি চালায়। তবে ওসি সুকান্ত সাহা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে রাজি হননি।

এদিকে এর আগে গত রোববার রাতে নিহতের স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

শনিবার (৬ জুলাই)সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন চেয়ারম্যান রবি।

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে এবং সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।