ঊষার আলো ডেস্ক : মাগুরার বাড়ি থেকে ডেকে নিয়ে গোলাম নবী (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ মে) রাতে সদর উপজেলার পার পলিতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে আকিদুল মোল্ল্যা অভিযোগ করেন, তাদের প্রতিবেশি হাফিজারের সাথে বাড়ির সীমানা প্রাচীর দেয়া নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার শালিশ মিমাংশা হয়। কিন্তু অভিযুক্ত হাফিজার বিষয়টি না মেনে বাবাকে নানা হুমকি দিয়ে আসছিল।
সর্বশেষ বুধবার (১২ মে) সকালে হাফিজারের সাথে একই বিষয়টি নিয়ে বাগবিতন্ডা হয়। এ সময় হাফিজার আমার বাবাকে দেখে নেয়ার হুমকি দেয়। এর এক পর্যায়ে বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তায় তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে খুঁজ খুঁজির ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ পড়ে থাকতে দেখি।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন আগামী নিউজকে জানান, পার পলিতা গ্রামে প্রতিবেশির সাথে জমির সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বিরোধকে কেন্দ্র এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
(ঊষার আলো-এমএনএস)