UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ কমালার

ঊষার আলো ডেস্ক
জুলাই ৩১, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (৭৮) নির্বাচনী বিতর্কের চ্যালেঞ্জ জানিয়েছেন  দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস (৫৯)। মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এক প্রচারণাসভায় এই চ্যালেঞ্জ জানান কমালা।

প্রচারণাসভায় কমালা হ্যারিস বলেন, “নির্বাচনকেন্দ্রিক রাজনীতির গতি-প্রকৃতির পরিবর্তন ঘটছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে সম্ভবত আপনারা তা আঁচ করতে পারছেন। আগামী সেপ্টেম্বরে যে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার কথা ছিল তার, সেখান থেকে ইতোমধ্যে নিজেকে সরিয়ে নিছেন তিনি।”

চলতি বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। নির্বাচনের আগে দেশটির প্রধান দুই দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির দুই প্রার্থীর তিন দফা মুখোমুখি বিতর্ক হওয়ার সূচি রয়েছে। এর মধ্যে প্রথম বিতর্কটি হয়েছে গত ২৮ জুন। ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে বিতর্কে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির তৎকালীন প্রার্থী জো বাইডেন।

শিডিউল অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে হবে দ্বিতীয় বিতর্ক। তবে সেই বিতর্কে ট্রাম্পের বিপরীতে থাকছেন না বাইডেন। গত ২০ জুলাই নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তার সরে যাওয়ার পর কমালা হ্যারিসকে ডেমোক্রেটিক পার্টি নিজেদের প্রার্থী করায় পরবর্তী বিতর্কে ট্রাম্পের বিপরীতে থাকবেন কমালা।

জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি আটলান্টা শহর। মঙ্গলবার সেখানে যে নির্বাচনী প্রচারণা সভা করেছেন কমালা হ্যারিস, সেই সভায় উপস্থিত ছিলেন প্রায় ১০ হাজার মানুষ।