UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু ৬

usharalodesk
মে ১৪, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত একদিনে ৬ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৩ জন ছিলেন সন্দেহভাজন রোগী।
করোনায় মারা যাওয়া রোগীরা হলেন শেরপুরের হাওয়া বেগম (৬৩), ময়মনসিংহ সদরের আবুল হোসেন (৭০) ও সুনামগঞ্জের নুরুল ইসলাম(৭২)।
মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন বৃহস্পতিবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইসিইউতে ভর্তি হওয়া ১২ জনের মধ্যে গত একদিনে ৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন কোভিড পজিটিভ ও বাকি ৩ জন করোনা সন্দেহভাজন রোগী ছিলেন। ​তারা সবাই ক্রিটিক্যাল রোগী হিসেবে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে কোভিড ওয়ার্ডে ৬৫ জন রোগী ভর্তি আছেন। গত একদিনে ১৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

(ঊষার আলো-এমএনএস)