UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে তালেবান হামলায় তিন সেনাসহ নিহত ৭

ঊষার আলো ডেস্ক
আগস্ট ১০, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তান সীমান্তে আবার পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে নিজেদের শক্তি জানান দিল তালেবান।

শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ‘গুল বাহাদুর গ্রুপ’-এর যোদ্ধাদের হামলায় অন্তত তিন সেনা নিহত হয়েছেন।

পাকিস্তানের ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইসিপিআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খাইবার জেলায় ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। টিটিপি এবং ‘গুল বাহাদুর গ্রুপ’-এর জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে রাজগল উপত্যকায় অনুপ্রবেশ করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালায়। সেনাদের পাল্টা গুলিতে প্রাণ হারায় চার বিদ্রোহীও।

খাইবার জেলার লাগোয়া বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক টিটিপির ‘শক্ত ঘাঁটি’ হিসাবে পরিচিত। অনুপ্রবেশকারীরা হামলা চালিয়ে সেদিকেই পালিয়েছে বলে মনে করা হচ্ছে।

বস্তুত, শুক্রবারও বান্নুতে দু’টি পৃথক হামলা চালায় পাকিস্তানের তালেবান বাহিনী। তাতে তিন সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক জখম হন।

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে টিটিপি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনা ভেস্তে যায়। তার পর থেকেই ধারাবাহিক ভাবে ওই এলাকায় টিটিপি বিরোধী অভিযান চালাচ্ছে পাকিস্তান।