UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জাতির পিতাকে ভালোবাসার দায়ে যদি চাকরি যায়, তবে তাই হোক’

usharalodesk
আগস্ট ১৫, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপি বলেছেন, ‘জাতির পিতাকে ভালোবাসার দায়ে যদি চাকরি যায়, তবে তাই হোক!’

মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি। ওই পোস্টের সঙ্গে একটি ফটোকার্ড যুক্ত করেন কামরুন্নাহার লিপি।

ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘আগামীকাল বিকাল তিনটার মধ্যে ছাত্রলীগের সুপারিশে হওয়া ২৩টি নিয়োগ বাতিল ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপির অব্যাহতিতে আলটিমেটাম।’

জানা গেছে, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। সেখানে ওই শিক্ষককে বহিষ্কারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

সন্ধ্যা ৬টার পর ফেসবুকে আরেক পোস্টে কামরুন্নাহার লিপি লেখেন, ‘বেশ কিছু দিন যাবৎ আমাকে ও আমার সন্তানদেরকে প্রতিনিয়ত জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় জিডিও করেছি। আর একটি বিষয় পরিষ্কার করতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিই আমার একমাত্র আইডি। যদি কেউ আমার নামে আইডি ক্লোন করে ফেসবুকে কোনো আপত্তিকর কিছু প্রচার করতে থাকে তার দায়ভার আমার ওপর বর্তাবে না।’

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা জবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন্নাহার লিপির বহিষ্কারের দাবি তোলেন।

ঊষার আলো-এসএ