গণতন্ত্র এখনও সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দেশ পরিচালনাকারীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সোমবার (১৯ আগস্ট) প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, যারা এখন দেশ পরিচালনা করছে তাদেরকে সহযোগিতা করতে হবে। কোনো নেতিবাচক কথা বলে তাদের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
বিএনপি মহাসচিব বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে বিএনপি নেতাকর্মীদের। সংঘাত নয়, ঐক্যবদ্ধভাবে দেশ বিনির্মাণে কাজ করতে হবে সবাইকে।