UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক কাতল মাছের দাম ৩৮৫০০ টাকা

ঊষার আলো
সেপ্টেম্বর ১, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে ২২ কেজি ওজনের কাতল মাছ ধরা পড়েছে। যার দাম হয়েছে ৩৮ হাজার ৫০০ টাকা।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই। পরে সেই ঘাটে গিয়ে জেলে অছেল হালদারের কাছ থেকে ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নিয়েছি। এখন কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি ঢাকায় বিক্রি করে দেব।

ঊষার আলো-এসএ